বিচ্ছিন্ন আবেগ
লিখেছেন লিখেছেন মামুন ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৪৮:৩৬ সকাল
বিচ্ছিন্ন আবেগ
.
একবার ফুল ছিড়তে গিয়ে
এক অষ্টাদশীর কথার হুলের
বোলতাবিষে, নীল হতে হতে
নিজের থেকে পালিয়ে এলাম।
'ফুল ছিড়ছ! এতোটা পাষান তুমি!!'
.
সকাল সন্ধ্যা তিমির রাত্রি, কথাগুলো
অণুক্ষণ বিষম যন্ত্রণায় সাথী আমার
পাশাপাশি।
.
রঙধনু থেকে সবক'টি রঙ নিয়ে
একে একে রোপন করি ফুলশিশুর ভ্রুণ।
যেখান থেকে লাল-নীল-হলুদ-সবুজ
কমলা-বেগুনী বাদেও জন্ম নেয়... বের হয়
এক নতুন প্রজাতি!
.
একদিন-
ভালবাসার সেই রঙিন প্রজাতিকে
খোঁপায় গুজে সেই অষ্টাদশীকে দেখি
আমার বাগানে!
ইচ্ছে করল সেদিনের সেই অপমান
বোলতাবিষ আর অণুক্ষণ সাথী হওয়া
সকল যন্ত্রণাকে ফিরিয়ে দেই
সুদসমেত।
.
কিন্ত রঙের জনক হবার আনন্দে
কখন যেন নিজের ভিতরে সকল
যন্ত্রনা-অপমান-নীলবিষকে জয় করতে শিখেছি!
এখন আর মোটেই কষ্ট নেই... হয়না।
.
সেই অষ্টাদশী রোজ আমার বাগানে
অপমানগুলো ফিরিয়ে নিতে আসে,
খোঁপায় গোজা ভালবাসার লাল ফুল!
আমি কিছুই দেখতে পাই না এখন,
আমার দৃষ্টিতে ছেয়ে থাকে শুধু
বেগুনী-নীল-আসমানী-সবুজ-হলুদ
কমলা-লাল আর
সপ্তর্ষিমন্ডলের সকল রঙ!
বিষয়: সাহিত্য
৮৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগা আর ভাল বাসার এক মুঠো রোদ্দর ছড়িয়ে গেলাম আপনার আংগিনায়......
অনেক অনেক ভাল থাকবেন এই শুভ কামনা..।
শুভকামনা আপনার জন্যও রইলো।
জাজাকাল্লাহু খাইর।
সহমত। ইস! শুধু যদি জ্বালাটা না থাকত!! কতই ভালো হতো।
জাজাকাল্লাহু খাইর।
ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেলেন, অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতি রেখে যাবার জন্য আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।
জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আপনার এ কবিতায় উদার মানসিকতার যে ভাব ফুটিয়ে তুলেছেন তার জন্য মোবারকবাদ-
আমাদের ক্ষমাশীল ও সহনশীল হওয়া এবং পরোপকারেই তৃপ্তি খোঁজার চেষ্টা করা উচিত!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধন্যবাদ ভাইয়া।
আপনার অনেক মন্তব্যে পজিটিভ দৃষ্টিভঙ্গির আবেদন পাই। এজনয চেষ্টা করে যাবো জীবনকে এই দৃষ্টিভঙ্গিতে অবলোকন করতে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন