Rose Rose বিচ্ছিন্ন আবেগ Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৪৮:৩৬ সকাল



বিচ্ছিন্ন আবেগ

Star Star Star Star

.

একবার ফুল ছিড়তে গিয়ে

এক অষ্টাদশীর কথার হুলের

বোলতাবিষে, নীল হতে হতে

নিজের থেকে পালিয়ে এলাম।

'ফুল ছিড়ছ! এতোটা পাষান তুমি!!'

.

সকাল সন্ধ্যা তিমির রাত্রি, কথাগুলো

অণুক্ষণ বিষম যন্ত্রণায় সাথী আমার

পাশাপাশি।

.

রঙধনু থেকে সবক'টি রঙ নিয়ে

একে একে রোপন করি ফুলশিশুর ভ্রুণ।

যেখান থেকে লাল-নীল-হলুদ-সবুজ

কমলা-বেগুনী বাদেও জন্ম নেয়... বের হয়

এক নতুন প্রজাতি!

.

একদিন-

ভালবাসার সেই রঙিন প্রজাতিকে

খোঁপায় গুজে সেই অষ্টাদশীকে দেখি

আমার বাগানে!

ইচ্ছে করল সেদিনের সেই অপমান

বোলতাবিষ আর অণুক্ষণ সাথী হওয়া

সকল যন্ত্রণাকে ফিরিয়ে দেই

সুদসমেত।

.

কিন্ত রঙের জনক হবার আনন্দে

কখন যেন নিজের ভিতরে সকল

যন্ত্রনা-অপমান-নীলবিষকে জয় করতে শিখেছি!

এখন আর মোটেই কষ্ট নেই... হয়না।

.

সেই অষ্টাদশী রোজ আমার বাগানে

অপমানগুলো ফিরিয়ে নিতে আসে,

খোঁপায় গোজা ভালবাসার লাল ফুল!

আমি কিছুই দেখতে পাই না এখন,

আমার দৃষ্টিতে ছেয়ে থাকে শুধু

বেগুনী-নীল-আসমানী-সবুজ-হলুদ

কমলা-লাল আর

সপ্তর্ষিমন্ডলের সকল রঙ! Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

৮৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270413
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৭
কাহাফ লিখেছেন :

ভাল লাগা আর ভাল বাসার এক মুঠো রোদ্দর ছড়িয়ে গেলাম আপনার আংগিনায়......
অনেক অনেক ভাল থাকবেন এই শুভ কামনা..। Rose Rose
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৭
214426
মামুন লিখেছেন : ধন্যবাদ এক মুঠো রোদ্দুর এর জন্য।
শুভকামনা আপনার জন্যও রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270443
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:১০
আহ জীবন লিখেছেন : ভালোবাসাই জ্বালা ভোলায়,ভালোবাসাই জ্বালা বাড়ায়।
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
214427
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত। ইস! শুধু যদি জ্বালাটা না থাকত!! কতই ভালো হতো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270455
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৫
ইমরান ভাই লিখেছেন :
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
214429
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেলেন, অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270468
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৪
egypt12 লিখেছেন : সুন্দর কথামালা Happy
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪০
214430
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অনুভূতি রেখে যাবার জন্য আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270563
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১১
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর কবিতা! শুভকামনা রইলো! Good Luck
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৬
214526
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270689
০২ অক্টোবর ২০১৪ রাত ০৩:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনার এ কবিতায় উদার মানসিকতার যে ভাব ফুটিয়ে তুলেছেন তার জন্য মোবারকবাদ-

আমাদের ক্ষমাশীল ও সহনশীল হওয়া এবং পরোপকারেই তৃপ্তি খোঁজার চেষ্টা করা উচিত!



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫১
214674
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসয়ালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ ভাইয়া।
আপনার অনেক মন্তব্যে পজিটিভ দৃষ্টিভঙ্গির আবেদন পাই। এজনয চেষ্টা করে যাবো জীবনকে এই দৃষ্টিভঙ্গিতে অবলোকন করতে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File